চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) লক্ষ্যমাত্রার চেয়ে কম হবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। এছাড়া দেশের অর্থনীতি স্বল্পমেয়াদে চাপে থাকবে বলেও মনে করছে সংস্থাটি। কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতিতে ভোক্তার ক্রয়ক্ষমতা কমে যাওয়া, জ্বালানি পণ্যের সংকট, সুদহার বৃদ্ধি ও দুর্বল আর্থিক ব্যবস্থাপনার কথা সামনে এনেছেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা।