পাহাড়ি জনপদ বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) দীর্ঘদিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। চাঁদাবাজি ও অপহরণের পর এবার তারা ব্যাংক লুটে নেমেছে। রুমা উপজেলায় ব্যাংক লুটের একদিনের মাথায় থানচি উপজেলার দুটি ব্যাংকে সন্ত্রাসীরা লুটপাট চালিয়েছে। মঙ্গলবার রাতে রুমায় সোনালী ব্যাংক এবং বুধবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে তাণ্ডব চালানো হয়। এসব ঘটনার পর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার সব ব্যাংকে লেনদেন সাময়িক বন্ধ রাখা হয়েছে। রুমার ব্যাংক ম্যানেজারকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তার মুক্তিপণ হিসাবে ১০ লাখ টাকা দাবি করা হয়েছে। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, রুমার সোনালী ব্যাংকের শাখা থেকে কোনো টাকা খোয়া যায়নি। ভল্টে সব টাকা অক্ষত আছে।