ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে এবং একই সঙ্গে গাজাবাসীকে তাদের নিজস্ব ভূখণ্ড বিতাড়িত না করা এবং ফিলিস্তিনিদের জন্য একটি পৃথক স্বাধীন রাষ্ট্র গড়ার অধিকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে লেখা এক চিঠিতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।