সারাদেশের পৌরসভা ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিপূর্ণ ~বাংলাদেশ প্রতিদিন

দেশের পৌরসভাগুলো যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সময়মতো নাগরিক বর্জ্য অপসারণ না করায় দূষণে-দুর্গন্ধে বিপন্ন নাগরিক জীবন। অধিকাংশ পৌর এলাকায় প্রকাশ্যে সড়ক ও জনবসতির পাশেই আবর্জনা রেখে দেওয়া হচ্ছে। পৌরসভার মেয়ররা বলছেন, অর্থাভাবে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নিতে পারছেন না তাঁরা। জমি কিনে ডাম্পিং স্টেশন বানানোর সংগতিও নেই অনেকের। দেশের অধিকাংশ পৌরসভায়ই গৃহস্থালি ও মেডিকেল বর্জ্য নিয়মমাফিক অপসারণের সক্ষমতা গড়ে ওঠেনি। ফলে নাগরিক সেবার পরিবর্তে নাগরিক ভোগান্তির কারণ হয়ে উঠেছে পৌরসভাগুলো।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন