নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ।ঈদুল ফিতরের ছুটি শুরুর আগেই বাড়তি ছুটি নিয়ে পরিবারসহ গ্রামের বাড়িতে যাচ্ছেন রাজধানীবাসী। ঈদের আনন্দ পরিবার-পরিজনদের মধ্যে ভাগ করে নিতে ট্রেন, বাস, বিমান ও নৌপথে ঘরে ফিরছেন তারা। আগের চেয়ে ছুটির পরিমাণ বেশি হওয়ায় মানুষ রাজধানী ছাড়ছেন স্বাচ্ছন্দ্যে। অতীতের মতো এবার ট্রেনে অতিরিক্ত যাত্রীদের ভিড় নেই, মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যা বাড়লেও নেই চিরচেনা যানজট। সব মিলে স্বস্তিতে বাড়ি যাচ্ছেন ঘরমুখোরা। তবে উত্তরের পথে টাঙ্গাইলের এলেঙ্গায় ছুটির শুরুর আগেই যানজটের আশঙ্কা দেখা যাচ্ছে। দেশের অভ্যন্তরীণ রুটে বিমানসেবা পরিচালনা করা কোম্পানিগুলো প্রতিটি রুটেই বিমানের সংখ্যা ও ফ্লাইট বাড়িয়েছে। সেবা বাড়ানোর পাশাপাশি বাড়িয়েছে বিমানের টিকিটের দামও। বাসগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তবে পদ্মা সেতু চালুর পর সদরঘাটে পরিচিত সেই কোলাহল নেই গতবারের মতো এবারও ট্রেনযাত্রায় টিকিট যার, ভ্রমণ তার- নীতি পালন করছে কঠোরভাবে।