নরসিংদীর রায়পুরায় ১৫ বছর বয়সী শারীরিক ও বাক্প্রতিবন্ধী কিশোরকে থাপ্পড় দেওয়ায় স্বজনদের মারধরে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম চান মিয়া (৬৮)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন।
এর আগে গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের শিমুলতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চান মিয়া স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ছিলেন।