পরিবারতন্ত্র প্রতিষ্ঠায় মেতে উঠেছেন জাতীয় সংসদের সদস্যরা (এমপি)। উপজেলা পরিষদকে নিজের মুঠোয় রাখতে আসন্ন নির্বাচনে নিজেদের পরিবার থেকে প্রার্থী দিচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপিরা। তাদের কারও কারও স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-ভাতিজা, শ্যালক, মামা-ভাগ্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে উপজেলার প্রার্থিতা। খোঁজ নিয়ে জানা গেছে, স্বজনদের জিতিয়ে নিয়ে আসতে ‘অর্থ-ক্ষমতা-প্রভাব’কে হাতিয়ার করে মাঠে অন্তত ২০ এমপি। এদের মধ্যে কয়েকজন স্বতন্ত্র এমপি রয়েছেন, যারা আওয়ামী লীগেরও নেতা। ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন এবার চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮ মে ও দ্বিতীয় ধাপে ২১ মে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।