যুক্তরাষ্ট্রে আবার পুলিশের গুলিতে বাংলাদেশী কিশোর নিহত ~যায়যায়দিন

যুক্তরাষ্ট্রে-আবার-পুলিশের-গুলিতে-বাংলাদেশী-কিশোর-নিহত

আবারো মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম হোসেন আল রাজী (১৯)। তার গ্রামের সিলেটের বিরানীবাজারের পৌর এলাকায়। জানা যায়, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন শহরে বাড়ির সামনে পুলিশের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১টা ৪৫ মিনিটে শহরের রায়ান সড়কের এলিভেন মাইলের গারবর স্ট্রিটে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আল রাজী পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ। জানা যায়, নিজের ঘরে হাতে অস্ত্র নিয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছিল সে। তার উচ্ছৃঙ্খল আচরণে ঘাবড়ে যায় পরিবারটি। ভয় পেয়ে তার বাবা-মা ছোট বোনকে নিয়ে গ্যারেজে গাড়ির ভেতর আশ্রয় নেন। অতিষ্ঠ ১৬ বছরের ছোট ভাইয়ের ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ যুবকটিকে সশস্ত্র অবস্থায় দেখতে পায় এবং তাকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু এতে সে কর্ণপাত করেনি। সে অস্ত্র হাতে নিয়ে ঘরের বাইরে আসার চেষ্টা করে। উল্লেখ্য, গত ২৭ মার্চ নিউইয়র্কের ওজনপার্কে ১৯ বছরের যুবক উইন রোজারিও পুলিশের গুলিতে নিহত হয়। উভয় ঘটনা তদন্তাধীন আছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন