কারা বৈশাখের চেতনাবিরোধী, তাদের হৃদয়ে ও চেতনা পাকিস্তান

১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে রাজধানীতে র‌্যালী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে র‌্যালিটি সদরঘাটের বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

বাহাদুর শাহ পার্কে নববর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, কারা বৈশাখের চেতনাবিরোধী, তা আজ দেশে প্রতিষ্ঠিত সত্য। তারা বাঙালির সংস্কৃতিকে সহ্য করতে পারে না। তাদের চেতনা ও হৃদয়ে পাকিস্তান।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন