পানিতে ডুবে প্রাণ গেল শিশুর ~প্রথম আলো

বাড়ির পেছনের পুকুরে শেওলা মাখানো সোলায়মান সা’দকে ভাসতে দেখে পুরোনো পুতুল ভেবেছিলেন মামা তাজুল ইসলাম। কিছুক্ষণের মধ্যেই অন্যদের চিৎকারে বোঝেন ভাসতে থাকা ‘পুরোনো পুতুল’ তাঁর আদরের ভাগনে।

দুই ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর পুকুরটিতে পাওয়া যায় শিশুটির মরদেহ। ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ্মীপুরে দাদার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় আড়াই বছরের সোলায়মানের। বাড়িটির আশপাশে ১০টির মতো পুকুর আছে। বাড়ির সামনের পুকুরে ঘাট থাকলেও পেছনের পুকুরের চারপাশে বস্তা ফেলা ছিল।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন