তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে রয়েছে ১১২টি উপজেলা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এসব নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বুধবার (১৭ এপ্রিল) কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।