ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ম-কানুনের তোয়াক্কা না করে মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে বল প্রয়োগ করে রাজধানীর বৃহত্তম পশুর হাট দখলের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী দরপত্র গৃহীত হওয়ার ৭ কর্মদিবসের মধ্যে টাকা জমা দেওয়ার শর্ত থাকলেও এক মাসেও তা বুঝিয়ে দেননি বাংলা চলচ্চিত্রের আলোচিত এই খলনায়ক। পাওনা পরিশোধে সিটি করপোরেশন থেকে চিঠি দেওয়া হলেও এর তোয়াক্কা করেননি ডিপজল। এ কারণে এখনো হাট ইজারার কার্যাদেশ দেয়নি সিটি করপোরেশন। তবে সেজন্য অপেক্ষা না করে ডিপজল তার দলবল নিয়ে আগের ইজারাদারকে বিতাড়িত করে হাট দখল করেছেন বলে জানা গেছে।