মন্ত্রী–এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ :প্রধানমন্ত্রী~প্রথমআলো

মন্ত্রী–এমপিদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ :প্রধানমন্ত্রী

দলের মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগের মন্ত্রী-সংসদ সদস্যদের দলের এই নির্দেশ জানাতে শুরু করেছেন। এরপরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আওয়ামী লীগের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। তবে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের পরও উপজেলা নির্বাচনের মাঠে থাকা মন্ত্রী-সংসদ সদস্য ও তাঁদের স্বজনেরা সময় নিতে চাইছেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন