ইরানে ইসরাইলের হামলা ~যায়যায়দিন

ইরানে ইসরাইলের হামলা

ইরানের ইস্ফাহান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ভোরে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির রাজধানী তেহরান থেকে সাড়ে তিনশ’ কিলোমিটার দূরের এ প্রদেশের বিভিন্ন এলাকা। ইস্ফাহানে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থান। পাশাপাশি প্রদেশের নাতানজ শহরটি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দু। শুরু ইরানেই নয়, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা প্রদেশেও ইসরাইল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। দু’জন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এমন তথ্য জানিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্স।

হামলার ঘটনার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর তেহরানের প্রধান বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়। তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে সংশ্লিষ্টরা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন