পঞ্চগড়ে পাম নদের গতিপথ পরিবর্তন করে পুকুর খনন ~বণিকবার্তা

পাম নদের গতিপথ পরিবর্তন করে পুকুর খনন

পঞ্চগড় সদরের ধাক্কামারার নিম্নাঞ্চল থেকে উৎপত্তি হয়েছে পাম নদের। বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের গড়েরডাঙ্গা দিয়ে সোনাচান্দিতে করতোয়ায় মিলেছে নদীটি। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বেংহারী বনগ্রাম ইউনিয়নে পাম সেতুর কাছে বাঁধ দিয়েছেন জিয়াউর রহমান জিয়া নামে এক ব্যক্তি। নদীর মাঝখানে খনন করেছেন পুকুর। বদলে দেয়া হয়েছে নদীর গতিপথও। বর্ষায় ভাঙনের ঝুঁকিতে পড়েছেন নদীর পশ্চিম তীরের বাসিন্দারা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন