আবারও ঘুরে দাঁড়াতে চায় ঝিমিয়ে পড়া বিএনপি। এ লক্ষ্যে দলীয় কৌশলে পরিবর্তন আনা হতে পারে। পাশাপাশি সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। চলতি বছরেই আয়োজন করা হবে কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলের। দলীয় মহাসচিবসহ অনেক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হতে পারে।
বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আগামী জুন-জুলাইয়ের মধ্যে জাতীয় কাউন্সিলের আয়োজন করা হতে পারে। স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে দলের শীর্ষ পর্যায়ে অনানুষ্ঠানিক কথাবার্তা চলছে। জিয়া পরিবারের স্বজনদের মধ্য থেকেই কাউকে নতুন মহাসচিব বানানো হতে পারে বলে দলে আলোচনা আছে। বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গেছে, সারা দেশের জেলা, মহানগর ও উপজেলাসহ প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হবে। দলের সর্বস্তরের কমিটি হবে সম্মেলনের মাধ্যমে। পুনর্গঠন করা হবে প্রতিটি মেয়াদোত্তীর্ণ কমিটি। বাণিজ্য ঠেকাতে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলে গণতন্ত্রচর্চা নিশ্চিত করার পাশাপাশি দলকে শক্তিশালী করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। একই সঙ্গে আন্তর্জাতিক বিষয়ক কমিটি পুনর্গঠনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটিগুলোও গঠন করা হবে পর্যায়ক্রমে।