মণিপুরে হিংসাদীর্ণ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল : কমিশন ~ইনকিলাব

মণিপুরে হিংসাদীর্ণ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল : কমিশন

কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। এমনকী একটি লোকসভা কেন্দ্র ভেঙে দুবারে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তাতেও এড়ানো যায়নি অশান্তি। হিংসাদীর্ণ মণিপুরে এবার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন। মোট ১১টি বুথে পুনর্নির্বাচন হবে ২২ এপ্রিল অর্থাৎ সোমবার।

শুক্রবার প্রথম দফার ভোটের দিন মণিপুরের একাধিক বুথ থেকে উত্তেজনার খবর আসে। উত্তেজনার জেরে একাধিক বুথে বন্ধ করে দেয়া হয় ভোটগ্রহণ। তেমনই ১১টি বুথে সোমবার পুনর্নির্বাচন হবে। এমনটাই জানিয়েছেন সে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা। তাৎপর্যপূর্ণভাবে ওই ১১টি বুথই ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন