উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) ছেলে, ভাই, ভগ্নীপতি, ঘনিষ্ঠজনেরা প্রার্থী হয়েছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবারের উপজেলা নির্বাচন নিয়ন্ত্রণ করছেন এমপিরা। দলীয়ভাবে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে না করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। একইভাবে যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মন্ত্রী ও এমপিদের প্রভাব বিস্তার না করার নির্দেশনার পাশাপাশি তাদের আত্মীয়দের প্রার্থী না করতে বলা হয়েছে। কিন্তু দলের এসব সিদ্ধান্ত উপেক্ষা করে ঘনিষ্ঠজনদেরই প্রার্থী করা হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপি-জামায়াত ষষ্ঠ উপজেলা পরিষদের ভোটে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।