মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাড়াল সরকার ~যুগান্তর

মূল্যস্ফীতির উসকানিতে চাপে ব্যবসা ও ব্যবসায়ী

উন্নয়নশীল ও উন্নত দেশগুলোয় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কাটছাঁট করে কমিয়ে আনা হচ্ছে। অথচ একই সময়ে বাংলাদেশের মূল্যস্ফীতির হার সংশোধন করে বাড়ানো হয়েছে। অর্থবছরের শুরুতে ৬ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রা ধরা হলেও চলতি মাসে তা ৮ শতাংশে উন্নীত করা হয়। একবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ফের তা বাড়ানোর ঘটনা নজিরবিহীন। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গেল মার্চে গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৮১ শতাংশ, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও ওপরে অবস্থান করছে। তবে অর্থ বিভাগ আশা করছে, জুন নাগাদ মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে।

সংশোধিত এ লক্ষ্যমাত্রার অনুমোদন দেওয়া হয় আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিয়ম হারসংক্রান্ত কো-অর্ডিনেন্স কাউন্সিল বৈঠকে। সম্প্রতি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র আরও জানায়, দেশের মূল্যস্ফীতি নিয়ে ওই বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয়। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে সুদের হার ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে ৯ শতাংশ সুদহারের ক্যাপ তুলে নেওয়া হয়। তবে এ হার যাতে অতিমাত্রায় বৃদ্ধি না পায়, সেজন্য একটি রেফারেন্স রেটভিত্তিক সুদের হার চালু করা হয়েছে। তিনি আরও বলেন, ব্যাংক ঋণের সুদহার বাড়ানোর কারণে কৃষি খাত, মাঝারি, ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সরবারহ সাইটে বিভিন্ন হস্তক্ষেপ অব্যাহত আছে। তবে এ উদ্যোগের ফলে ব্যাংকের তারল্য আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এর ফলে বাজারে ভোক্তার চাহিদা হ্রাস পাবে এবং মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন