৬ এপ্রিল পৃথক দুটি অভিযানে ১ লাখ ইয়াবা ও ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-২ এর একটি দল রাত দেড়টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন মহেশখালিয়াপাড়া ঘাট এবং অন্য দলটি নাজিরপাড়া মির্জারজোড়া নামক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, অভিযানে কোনো চোরাকারবারি গ্রেফতার না হলেও তাদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বেশির ভাগ সময়ই গ্রেফতার হচ্ছেন কেবল বহনকারী এবং খুচরা ব্যবসায়ীরা। আবার মামলার এজাহারে দুর্বলতা ও সাক্ষীর অভাবে মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যেই। বিপরীতে আড়ালে থেকে সবকিছুর কলকাঠি নাড়ছেন গডফাদাররা।