পথচারীদের নিরাপদে হাঁটার জন্য ব্যস্ত সড়কের পাশে শত শত কোটি টাকা খরচ করে ফুটপাত নির্মিত হলেও এর সিংহভাগই বছরের পর বছর ধরে হকারদের দখলে। আবার কোথাও বা নির্মাণসামগ্রীর স্তূপ, কোথাও আবার ফুটপাত গুঁড়িয়ে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্কিং লট তৈরি করা হয়েছে। ফলে পথচারীদের জীবন ঝুঁকি নিয়ে দ্রম্নতগামী যানবাহনের সঙ্গে তাল মিলিয়ে রাস্তা দিয়েই হাঁটতে হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।