কুমিল্লা-হাসানপুর আঞ্চলিক সড়কের নাঙ্গলকোটের মন্তলী ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে ডিবি পুলিশের গাড়ি চাপায় জিয়াউল হক (৩৭) নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ির মৃত্যু হয়েছে। এসময় গাড়ির ধাক্কায় জিয়াউল হক নামে অপর এক পথচারী গুরুতর আহত হয়। গাড়ি চাপায় মৃত্যু হওয়া জিয়াউল হক মন্তলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। দুর্ঘটনার খবর শুনে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাছান, ডিবি ইন্সপেক্টর রাজেশ বড়ুয়া, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী ও পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী আহত জিয়াউল হক বলেন, রাত পৌনে ১১টার দিকে মন্তলী ঈদগাহ মার্কেট থেকে আমি বাড়ির দিকে যাওয়ার সময় ঝিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম মোড়ে পৌঁছলে একটি বেপরোয়া গতির সাদা রঙ্গের মাইক্রোবাস ঈদগাহ মার্কেটের ব্যবসায়ী জিয়াউল হকের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় আমি লাফিয়ে রাস্তার অপর পাশে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ব্যাথা পাই। আমার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জিয়াউল হককে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।