প্রথমে আরব আমিরাত। এবার সৌদি আরবে প্রচণ্ড বৃষ্টির পর দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যা ও বৃষ্টিতে তলিয়ে গেছে সৌদি আরবের রাস্তা-ঘাট, শহর বন্দর। নাগরিক জীবনে দেখা দিয়ে চরম বিপর্যয়। অনেক মানুষ বলছেন এ যেনো কেয়ামতের আলামত। কখনো সৌদি আরবে এমন বন্যা ও বৃষ্টি হয়নি। এবারই প্রথম। বিশ্লেষকরা বলছেন কেয়ামতের একটি উল্লেখযোগ্য আলামত হলো- অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে; প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড়বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা।