ঠিকাদার সিন্ডিকেট ~দৈনিক জনকণ্ঠ

ঠিকাদার সিন্ডিকেট

কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলে সেই প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলে তার নম্বর বাড়ে। একে বলে ম্যাট্রিক্স পদ্ধতি। এ কারণে ঘুরেফিরে সরকারের বিভিন্ন কাজ পাচ্ছে মাত্র কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্থাৎ গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে জিম্মি হয়ে গেছে সকল সরকারি সংস্থা। এর ফলে যথাসময়ে কাজ সম্পন্ন হচ্ছে না। কমিশন বাণিজ্যে আবার কোনো কোনো প্রকল্পের ব্যয় বেড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের একনেক বৈঠকে সরকারি কাজকে প্রতিযোগিতামূলক করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের নির্দেশ দিলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। গত বছরের মাঝামাঝি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের (পিপিএ) সংশোধনী প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। এরপর গত বছরের সেপ্টেম্বরে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বিলুপ্ত করে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথিরিটি (বিপিপিএ) নামে গেজেট প্রকাশ করা হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন