দৈনিক ১৭৫ জন বিষ খেয়ে হাসপাতালে আসছেন ~প্রথমআলো

দৈনিক ১৭৫ জন বিষ খেয়ে হাসপাতালে আসছেন

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রকাশনা হেলথ বুলেটিন (সর্বশেষ ২০২০) বলছে, সারা দেশে বছরে বিষক্রিয়ায় ৬৪ হাজার মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। অর্থাৎ দৈনিক ১৭৫ জন বিষ খেয়ে হাসপাতালে আসছেন। বিষক্রিয়ার রোগীর সংখ্যা হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর ২ শতাংশ। মৃত্যুও অনেক বেশি। বিষ খাওয়ার ঘটনা বা বিষ খেয়ে আত্মহত্যার ঘটনার তাৎপর্য ও প্রতিক্রিয়া অনেক বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, বিষক্রিয়ায় শরীরের ক্ষতি হয়, স্নায়ু দুর্বল হয়। যার মানসিক সমস্যা নেই, বিষ খাওয়ার পর তা দেখা দিতে পারে। বিষ খাওয়ার পর হঠাৎই চিকিৎসা ব্যয়ের চাপের মধ্যে পড়তে হয়। প্রচলিত আইনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অপরাধ। বিষ খাওয়া মানুষকে সমাজ এড়িয়ে চলে, মানুষ একা হয়ে পড়ে। এটি স্পর্শকাতর বিষয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন