ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা পেরোলে ফরিদপুরের ভাঙ্গাকে বলা যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার। ভৌগোলিকভাবেও উপজেলাটি ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, নানা কারণে এটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হয়ে উঠেছে। আর এই সুযোগে ভাঙ্গা এলাকা ঘিরে গড়ে উঠেছে মাদক কারবারের ‘নতুন হাট’। অবৈধ এই বাণিজ্যে মূল ভূমিকা রাখছেন অন্তত ১৫ ‘ইজারাদার’। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং কালবেলার অনুসন্ধানে ভাঙ্গায় মাদকের ‘নতুন হাব’ এবং এর নিয়ন্ত্রকদের নামসহ চাঞ্চল্যকর নানা তথ্য বেরিয়ে এসেছে।