কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক সেবা লাল নুং ওরফে আরামপি ওরফে আকিম বমকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গতকাল শুক্রবার ভোরে তাকে স্থানীয় লাইমীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গতকাল বিকেলে বান্দরবানে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন। জিজ্ঞাসাবাদে আকিম র্যাবকে জানিয়েছেন, ৫০ জনের বেশি নারী সদস্য কেএনএফের প্রশিক্ষণ নিয়েছে। এ ছাড়া পুরুষ প্রশিক্ষণ কেন্দ্রে ৩০০ জনের বেশি প্রশিক্ষণ নিয়েছে। সব মিলিয়ে এ সংগঠনের ৬০০-এর মতো প্রশিক্ষিত ব্যক্তি আছে।