বিধিমালা তৈরি করে অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, ‘একটি বিধিমালার মাধ্যমে অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনা হবে। তাদের নির্দিষ্ট রাস্তায় চলতে হবে। তাদের প্রশিক্ষনের ব্যবস্থাও করা হবে। কি গতিতে চলবে তা নির্দিষ্ট করা হবে।’