ঢাকার দুই সিটির ১৮টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে ~প্রথমআলো

ঢাকার দুই সিটির ১৮টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে

ঢাকার দুই সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি; যা ডেঙ্গুর রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ১৮টি ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এতে এ বছরও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক বছর ধরে দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ তৈরি করছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু ছিল সবচেয়ে বেশি। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মারা যান আর আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ২৭ জন। চলতি বছরে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে ৩৫ জন মারা গেছেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন