জিলহজ মাসের রোজা রাখার জন্য সাহরি খেয়ে ঘুমিয়েছিলেন আগা করিম উদ্দিন (৩১) ও তাঁর স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫)। সঙ্গে ছিল দেড় বছরের সন্তান নাফজি তামিম। টিলাধসে মাটিচাপায় সেই নিদ্রাই তাদের চিরনিদ্রায় রূপ নিল। গতকাল সোমবার সকাল ৬টার দিকে সিলেট নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ এলাকায় টিলাধসের ঘটনা ঘটে।