রাজধানীর নিষ্প্রাণ সদরঘাট যেন জেগে উঠেছে। ঈদ সামনে রেখে ঘরমুখো যাত্রীদের পদচারণে মুখর ঢাকার প্রধান নদীবন্দরটি। লঞ্চের কর্মীরা যেমন নিজ নিজ লঞ্চে যাত্রী ভেড়াতে হাঁকডাক করছেন, তেমনি যাত্রীরাও মালামাল নিয়ে লঞ্চে উঠতে ব্যতিব্যস্ত। ঈদ যাত্রার সে এক রোমাঞ্চকর আমেজ।