জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের গ্যাস সম্পদ রপ্তানি নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবদানের কথাটি বলেননি। খালেদা জিয়া যে শেখ হাসিনার অনঢ় অবস্থানের কারণেই শেষ পর্যন্ত গ্যাস রপ্তানি করতে পারেনি, আত্মপ্রচার বিমুখ শেখ হাসিনা তার সেই অবদানের কথা সেখানে উল্লেখ করেননি। দেশের গ্যাস সম্পদ বিদেশে রপ্তানি করতে রাজি না হওয়ায় শেখ হাসিনাকে ২০০১ সালের ষড়যন্ত্রমূলক নির্বাচনে ক্ষমতায় আসতে দেয়া হয়নি। শুধু তাই নয়, ২০০১ সালের ১লা অক্টোবরের নির্বাচনের পর বিএনপি-জামাত জোট সরকারের সময় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দেশের সীমিত গ্যাস সম্পদ বিদেশে রপ্তানির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। তার এই দৃঢ় অবস্থানের কারণেই শেষ পর্যন্ত খালেদা জিয়া গ্যাস রপ্তানি করতে পারেনি।