আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বিরোধীতা করা ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকেই এবার মার্কিন ভাইস-প্রেসিডেন্টের জন্য বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত।
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করা হল। ট্রাম্পের নামটা ঘোষণা করার পরেই ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগানে গমগম করতে থাকে কনভেনশনের হল। নিজের ডেপুটি হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। অর্থাৎ নির্বাচনে জিতলে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন। আর মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হবেন ভ্যান্স।