![](https://newsbdscan.com/wp-content/uploads/2024/07/image-829297-1721285082-2.jpg)
বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট থাইল্যান্ডের ব্যাংকক। সেখানে গিয়েই এবার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ৬ বিদেশি নাগরিকের। নিহতদের মধ্যে ৪ জন ভিয়েতনামের নাগরিক বাকি ২ জন মার্কিন নাগরিক। এদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ ছিলেন বলে নিশ্চিত করেছে রয়্যাল থাই পুলিশ।
মঙ্গলবার ব্যাংককের বিলাসবহুল পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড হায়াত ইরাওয়ানে এই ঘটনা ঘটেছে। নিহতদের মৃতদেহে সায়ানাইড বিষক্রিয়া পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহতরা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাদের মধ্যে ব্যবসায়িক বিরোধ থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।