ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে এবার টানা ছয়দিন ছুটি পাবেন দেশের সংবাদপত্রের কর্মীরা। ছুটি শুরু হবে আগামী মঙ্গলবার। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) গতকাল এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নোয়াবের এক নোটিসে বলা হয়, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত (৯-১৩ এপ্রিল) নোয়াবের সদস্য প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আর পরদিন (১৪ এপ্রিল) বন্ধ থাকবে পহেলা বৈশাখ উপলক্ষে। ফলে ১০-১৫ এপ্রিল পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশ হবে না।