বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন পঞ্চগড় : দেবীগঞ্জ উপজেলায় ঈদ আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে ভাতিজা কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরও একজনকে সঙ্গে নিয়ে তিনজন সোনাহার বাজারের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় কাউছার। রংপুর মেডিকেলে নেয়া হলে মারা যায় আরো তিনজন। অপর দিকে নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ঈদের বিকেলে উপজেলার নাজিরপুর থেকে তিনজন একটি মোটরসাইকেলে চড়ে সীমান্ত সড়ক দিয়ে পাহাড় দেখতে বের হন। তারা সড়কের চেংনিবাজার এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের চাকা ফেটে যায়। দ্রুতগতি থাকায় মোটরসাইকেলটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।