রাখাইনসহ বিভিন্ন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে এরই মধ্যে বিপুল পরিমাণ এলাকার ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী (তাতমাদো)। এ অবস্থায় ভারতের পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা চালানোর উদ্যোগ নেয়া হলেও প্রকল্পগুলোর নিরাপত্তা নিয়ে আশঙ্কা কাটিয়ে উঠতে পারছে না ভারত। সেদিক থেকে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে চীন। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সামরিক জান্তা—উভয় পক্ষ থেকেই চীনা প্রকল্পগুলোর নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা দেয়া হচ্ছে বেইজিংকে। রাখাইন ও চিন প্রদেশের বড় একটি অংশে এরই মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি।