ঢাকার অদূরে সাভারের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, একটি জ্বালানি তেলবাহী যান (লরি) উল্টে তেল ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা দুটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও একটি গাড়িতে (প্রাইভেট কার) আগুন লেগে যায়। ওই সব যানবাহনে থাকা যাত্রী ও পরিবহনশ্রমিকদের ১০ জন পুড়ে যান। তিনজনের মৃত্যু হয়। জ্বালানি তেলবাহী যানটি উল্টে যাওয়ার পেছনে রয়েছে ‘গাফিলতি’। ঢাকা-আরিচা মহাসড়কের যেখানে এ ঘটনা ঘটেছে, সেখানে ‘ইউটার্ন’ (যানবাহন ঘোরার জায়গা) বানাতে রাস্তার ওপর সিমেন্ট ও বালুর তৈরি ব্লক রাখা ছিল। তবে কোনো সতর্কতামূলক নির্দেশনা ছিল না। সড়ক দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি, যানবাহনের ফিটনেসহীনতা, রাস্তার ত্রুটির মতো বিষয়গুলো সামনে আসে। এবার দেখা গেল, ‘নির্মাণ উপকরণ ফেলে রাখা ও কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায়’ দুর্ঘটনা ঘটেছে এবং মানুষ পুড়ে মরেছে।