প্রতিটি সংসদীয় এলাকায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) কিংবা মন্ত্রীদের প্রভাব থাকে। প্রশাসনেও তাঁরা সেই প্রভাব বিস্তার করেন। আর সেই সুযোগে অনেক এমপি-মন্ত্রী তাঁদের আত্মীয়-স্বজনকে উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড় করিয়েছেন। সেই তালিকায় সন্তান, আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, শ্যালকসহ নানা ধরনের আত্মীয়-স্বজন রয়েছেন।
তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত রাখতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনকে প্রার্থী না হতে কঠোর নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দলীয় প্রধানের নির্দেশনা মানছেন না অনেকে। এবার তাঁরা স্বজনদের দিয়ে উপজেলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।