বাংলাদেশ-মার্কিন সম্পর্ক প্রসঙ্গে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র :লু ~যুগান্তর

বাংলাদেশ-মার্কিন সম্পর্ক প্রসঙ্গে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র লু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আগামী দিনের সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়। আমরা সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে চাই। এই সময় ডোনাল্ড লু বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে যে অনেক টেনশন তৈরি হয়েছিল সেটি সরিয়ে রাখার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সফরে এসে গত ২ দিনে আমি দুদেশের জনগণের মধ্যে পুনরায় আস্থা স্থাপনের চেষ্টা করছি। আমরা জানি, গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক টেনশন ছিল। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন (বাংলাদেশে) অনুষ্ঠানে যথেষ্ট চেষ্টা করেছিলাম। এতে কিছু টেনশন তৈরি হয়েছিল। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক। এদিকে ঢাকার পক্ষ থেকে র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা ও ওয়াশিংটন একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন