সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো লম্বা ছুটি থাকার সম্ভাবনা রয়েছে, ফলে এবার বেশি মানুষ গ্রামমুখী হবেন বলে ধারণা করা হচ্ছে। ঈদযাত্রার প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে আজ রোববার। বাড়ি যেতে টিকিট কাটতে হবে। আজ আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাসের টিকিট বিক্রি শুরুর দিনক্ষণ নির্দিষ্ট নেই।