২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করে বাংলাদেশ। এ ছাড়া তাদের দোসরদের সহায়তায় ১৯৭১ সালে দেশব্যাপী সংঘটিত হয়েছে অসংখ্য গণহত্যা। এসব গণহত্যার সাক্ষী হয়ে সারা দেশে ছড়িয়ে রয়েছে ৪ হাজারের বেশি বধ্যভূমি। ইতিহাসের ঘৃণিত এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ নানা ফোরামে দাবি জানিয়ে আসছে। তবে এখনো আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পাওয়া যায়নি।