যোরাইয়া ‘ইচ্ছামৃত্যু’ বেছে নিচ্ছেন কেন?~বাংলাদেশ প্রতিদিন

নেদারল্যান্ডসের ২৮ বছর বয়সী নারী যোরাইয়া টার বিক। তিনি বহু বছর ধরে অটিজম, ডিপ্রেশন আর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগেছেন। এতে তিনি নিজে ও তার আপনজনরা সবসময় নানা রকমের ক্ষতির ঝুঁকিতে থাকেন। তাই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও এই মানসিক কষ্ট তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে।চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানান, তার মানসিক যন্ত্রণা উপশম করা আর মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য আর কিছুই করার নেই। এরপর যোরাইয়া ইচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন