এ সুযোগকে কাজে লাগিয়ে দুর্নীতিবাজ ও অতি মুনাফালোভী ব্যবসায়ীরা ঈদকে কেন্দ্র করে কাপড়-চোপড়ের দাম বাড়িয়েছে। ক্ষুব্ধ ওই গৃহবধূ জানান, জিনিসপত্রের বাড়তি দাম শুনে দুই সন্তানের জন্য ঈদের পোশাক কিনে বাড়ি ফিরছেন। তার উপরে ঈদের পোশাক, জুতা, ব্যাগ ও প্রসাধনীসহ উৎসব সংশ্লিষ্ট সব ধরনের পণ্যের বাজারে আগুন লেগেছে। বাজার বিশ্লেষকরা জানান, খাদ্যসহ সব ধরনের নিত্যপণ্যের মূল্য দীর্ঘদিন ধরে আকাশ ছোঁয়া। অথচ সংশ্লিষ্ট প্রশাসন মূল্যস্ফীতির নেপথ্য কারিগর বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারেনি ।