ঝুঁকিতে পড়া’ ৩২ লাখ শিশুর পাশে থাকবে ইউনিসেফ ~যায়যায়দিন

ঝুঁকিতে পড়া' ৩২ লাখ শিশুর পাশে থাকবে ইউনিসেফ

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়া ৩২ লাখ শিশুর পাশে থাকার বার্তা দিয়েছে জাতিসংঘের শিশু তহবিলবিষয়ক সংস্থা-ইউনিসেফ। সোমবার এ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে বলেন, রেমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে শিশুসহ ৮৪ লাখের বেশি মানুষ ঝুঁকিতে পড়েছে।তিনি আরও বলেন, ‘এ সংকটময় মুহূর্তে আমাদের একমাত্র প্রচেষ্টা ঝড়ে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া। ইউনিসেফ শুরু থেকেই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে রয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন