তারেককে দেশে ফেরানোর আলোচনা নিয়ে চলছে জল্পনা-কল্পনা ~কালবেলা

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ করেই সরকারপ্রধানের এমন কঠোর অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
প্রায় ১৬ বছর সপরিবারে যুক্তরাজ্যে বাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র ওয়ান-ইলেভেন সরকারের আমলে ২০০৮ সালে দেশ ছাড়েন। বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন তারেক রহমান। যদিও ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে তারেক রহমানকে দেশে ফেরৎ পাঠানোর আবেদন করেন। তা এক বছরের মধ্যেই তার এই আবেদন মঞ্জুর করে ব্রিটেনে সরকার। তারেক রহমানের দেশে ফেরৎ আসার বিষয়টি বিএনপিও স্বীকার করেছে।”

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন