রাজধানীতে ওভারব্রিজে আটকে গেল উড়োজাহাজ ~যুগান্তর

রাজধানীর বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী সড়কে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। এতে কিছু সময় যানজটের সৃষ্টি হয় ওই সড়কে। পুরাতন এ উড়োজাহাজটি বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজের লেজ কেটে সেটিকে বের করা হয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন