নির্বাচনের ১৭ দিন আগে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন নিয়ে এখনো জনমনে নানা প্রশ্ন আছে। কৌতূহলীরা জানতে চান, সমাপ্তির ঘোষণা না আসা এই কর্মসূচি কি এখনো চলছে? এ ব্যাপারে বিএনপি নেতারা কৌশলী বক্তব্য দিচ্ছেন। কোনো ঘোষণা ছাড়াই অসহযোগ আন্দোলন স্থগিত করা হয়েছে- এই তথ্য কি সঠিক- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে না। সময়ের প্রয়োজনে তা চলে এবং স্থগিতও হয়। এই কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র এক নেতা বলেন, পরিস্থিতির ওপর নির্ভর করে অসহযোগ আন্দোলনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেই পরিস্থ্থিতি তৈরি করা সম্ভব হয়নি। দেশে এখনো অসহযোগ আন্দোলন চলছে কিনা-এই প্রশ্নের সুনির্দিষ্ট জবাব নেই শরিক দলগুলোর নেতাদের কাছেও। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বিএসএমএমইউ’র সাবেক প্রোভিসি অধ্যাপক ডা. শহীদুলস্নাহ সিকদার বলেন, যুগে যুগে অহযোগ আন্দোলন কার্যকর হওয়ার ইতিহাস আছে। এর অন্যতম কারণ ছিল নির্দিষ্ট দাবির পক্ষে আন্দোলনে জনগণের এক ধরনের প্রস্তুতি ছিল।