দেশজুড়ে প্রচন্ড তাপপ্রবাহে হাঁসফাঁস পরিস্থিতি অব্যাহত রয়েছে। তৃতীয়বারের মতো ফের তিন দিনের সতর্কতা জারিসহ তাপপ্রবাহ মে মাসের ৪/৫ তারিখ পর্যন্ত চলতে পারে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে এ সময় তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে না ওঠা এবং বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। প্রচন্ড দাবদাহে দেশের বিভিন্ন অঞ্চলে গলে যাচ্ছে সড়কের বিটুমিন। বৃহস্পতিবার শরীয়তপুর-চাঁদপুর সড়কের অন্তত ১৫টি স্থানে বিটুমিন গলে যায়। এর আগে যশোরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অন্যদিকে, প্রচন্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশের এক ইন্সপেক্টরসহ আরও চারজনের মৃতু্যর খবর পাওয়া গেছে। পাশাপাশি অসহনীয় তাপপ্রবাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দোয়া করেছেন মুসলিস্নরা।
বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বিরাজ করছে রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বাকি অংশে যা অব্যাহত থাকতে পারে।