ফাঁকা হচ্ছে ঢাকা যাত্রীর ভিড় বাড়ছে বাস, ট্রেন ও লঞ্চে ~যায়যায়দিন

পবিত্র ঈদুল ফিতর ঘিরে সারাদেশে বইছে উৎসবের আনন্দ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা। বাস, ট্রেন, লঞ্চ- সবখানেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক। ঘরমুখো মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানী থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই। এদিকে মানুষ বাড়ি ফেরায় ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে জনবহুল রাজধানী ঢাকা।

শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, যাত্রীদের ভিড় বেড়েছে। নির্ধারিত সময় বাস ছেড়ে যাচ্ছে। তবে মহাসড়কে গাড়ির চাপ হওয়ায় যানজট তৈরি হচ্ছে। মহাসড়কে যাত্রীর চাপ না থাকলেও বাসভাড়া দ্বিগুণ হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন